বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > গাজীপুরে ছদ্মবেশে ম্যাজিস্ট্রেট

গাজীপুরে ছদ্মবেশে ম্যাজিস্ট্রেট

শেয়ার করুন

হান্নান মোল্লা ॥
গাজীপুর মহানগরের জয়দেবপুর বাজারে ক্রেতা সেজে ছদ্মবেশে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।

গতকাল শুক্রবার জয়দেবপুর বাজারে বিভিন্ন দোকানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় অতিরিক্ত দাম আদায় করার দায়ে ২ খুচরা ব্যবসায়ীকে ১০হাজার টাকা, প্যাকেটজাত বাধ্যতামূলক আইন না মানায় ১ পাইকারি ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

ক্রেতার ছদ্মবেশে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় জানিয়ে এক ব্যবসায়ীকে দোকান খুলতে বললে সে বাধা প্রদানের চেষ্টা করে। পরে ব্যবসায়ী মুরাদ হোসেনের পালানোর চেষ্টা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে আটক করতে সক্ষম হন। সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান করায় তাকে ১৫দিনের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমান আদালতের এ অভিযানে ব্যাটেলিয়ন আনসার সদস্যগণ সহায়তা করেন।