শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > গাজীপুরে টিনশেড কারখানায় আগুন, মালিক উধাও

গাজীপুরে টিনশেড কারখানায় আগুন, মালিক উধাও

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর জেলা সদরের মেম্বরবাড়ি (বানিয়ারচালা) এলাকায় একটি ববিন কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেয়। রাত আড়াইটা নাগাদ চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান শ্রীপুর ফায়ার সার্ভিস।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে বানিয়ারচালা এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের পেপার ববিন তৈরির টিনশেডের কারখানায় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা মালিকপক্ষের কাউকে পাইনি এবং স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর রাত আড়াইটার দিকে আগুন নিভাতে সক্ষম হই। সকল কাজ সম্পন্ন করতে করতে প্রায় ভোর পাঁচটা বেজে যায়।

সরেজমিনে গিয়ে জানা যায়, উক্ত প্রতিষ্ঠানে কোন অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা ছিল না এবং শিশু শ্রমিকেরা কারখানাটিতে কাজ করতো।

এ ব্যাপারে কারখানার মালিক মোহাম্মদ আলমগীর খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে, তার ফোন বন্ধ পাওয়া যায়।