শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > গাজীপুরে ট্রেনের ধাক্কায় ফল বিক্রেতা নিহত

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ফল বিক্রেতা নিহত

শেয়ার করুন

শ্রীপুর প্রতিনিধি ॥
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় এক লিচু বিক্রেতা নিহত হয়েছেন। নিহত লিচু বিক্রেতা শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের তাউজুদ্দিনের পুত্র হুমায়ুন কবির (৩৩)। বৃহস্পতিবার সকাল পৌণে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মোতালেব জানান, নিহত হুমায়ুন রেল লাইনের পাশে মৌসুমি ফলের বাজারে লিচু বিক্রি শেষে দাঁড়িয়েছিল। পরে ঢাকা থেকে বাহাদুরাবাদগামী আন্তঃনগর তিস্তা এক্র্যপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশন অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে সে ছিটকে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে হুমায়ুন মারা যায়। নিহতের লাশ তার স্বজনেরা নিয়ে যায়। দীর্ঘদিন যাবত রেল লাইনের পাশে উম্মুক্ত জায়গা দখল করে সকাল-বিকাল মৌসুমি ফলের বাজার বসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যপারে কোনো ব্যবস্থা না নেয়ায় প্রায়ই দুর্ঘটনার শিকার হন স্থানীয়রা।