শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > গাজীপুরে ট্রেন-ট্রাকের সংঘর্ষে ট্রেনের সহকারী চালক নিহত

গাজীপুরে ট্রেন-ট্রাকের সংঘর্ষে ট্রেনের সহকারী চালক নিহত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে ট্রেন-ট্রাক সংঘর্ষে ট্রেনের সহকারী চালক নিহত। আহন অন্তত ৫০ যাত্রী। ৬ ঘণ্টা পর সকাল ৮টায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু।

গাজীপুরের কালিয়াকৈরে বক্তারপুরে লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে মুচড়ে গেছে নিহত হয়েছেন ট্রেনের সহকারী চালক। আহত হয়েছে ট্রেনের অন্তত ৫০ যাত্রী। ফলে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিদর্শক ইব্রাহিম চৌধুরী জানিয়েছেন, নিহত চালক নূর আলম শরীফের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা

উপজেলায়। তার বাবার নাম মমিন শরীফ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বক্তারপুর রেলক্রসিংয়ে একটি বিকল ট্রাকে ধাক্কা দেয় লালমনি এক্সপ্রেস।

এতে লাইনচ্যুত না হলেও ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রেনের ৭টি বগি। বাকি ৪টি বগি নিয়ে, দুই কিলোমিটার দূরে খাড়াজোড়া এলাকায় গিয়ে থামে ট্রেনের ইঞ্জিন। আহত হয়েছে ট্রেনের অন্তত ৫০ যাত্রী