শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > গাজীপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং

গাজীপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আসন্ন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং পণ্যে ভেজাল প্রতিরোধের লক্ষ্যে আজ বৃহস্পতিবার জয়দেবপুর বাজারে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর মহোদয়ের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় তিনি জয়দেবপুর কাঁচাবাজারে নিত্যপণ্যের মান এবং মূল্য তদারকি করেন এবং অবৈধ স্থাপনাসমূহ দ্রুত উচ্ছেদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় ২টি প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ, এনডিসি বি. এম. কুদরত-এ-খুদা, সহকারী কমিশনার কাউসার আহমেদ, বাজার সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ এই অভিযানে অংশগ্রহণ করেন।
এছাড়াও জেলা প্রশাসকের নির্দেশনায় গাজীপুরের প্রত্যেক উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।