শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > গাজীপুরে প্রতিবেশীর কিল ঘুষিতে রাজ মিস্ত্রির মৃত্যু

গাজীপুরে প্রতিবেশীর কিল ঘুষিতে রাজ মিস্ত্রির মৃত্যু

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর কিল ঘুষিতে অহিদুল্লাহ নামে এক রাজ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় জেলার শ্রীপুরে এ ঘটনা ঘটে।

নিহত অহিদুল্লাহ শ্রীপুর পৌর এলাকায় বহেরারচালা গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী আবদুর রাশিদ পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে। তিনি বহেরারচালা এলাকায় অহিদুল্লাহর বাড়ির পাশে জমি কিনে প্রায় দুই বছর যাবত বসবাস করে আসছেন।

নিহতের মেয়ে লাকী আক্তার জানান, ঘটনার দিন বিকেলে প্রতিবেশী রাশিদের স্ত্রী মাওনা চৌরাস্তা মার্কেটে যান। এ সময় রাশিদ বাড়িতে ছিলেন না। বাইরে থেকে এসে দেখেন তার স্ত্রী বাড়িতে নেই। পরে প্রতিবেশী অহিদুল্লাহকে জিজ্ঞাসা করেন, তার স্ত্রীকে বাজারে যেতে দেখেছেন কিনা। তিনি জানান, তার স্ত্রী স্যালোয়ার-কামিজ পরে মার্কেটে গেছেন। রাশিদ এ কথা শুনে অহিদুল্লাহর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে রাশিদ অহিদুল্লাহর বুকে এলোপাতাড়ি কিল ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।