শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > গাজীপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বসন্তবরণ পালিত

গাজীপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বসন্তবরণ পালিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ মঙ্গলবার সকালে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দির প্রাঙ্গনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ দিকে সকালে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি গাজীপুর জেলা কালচারাল অফিসার শারমীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার রেবেকা সুলতানা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আজীবন সদস্য জেলা শিল্পকলা একাডেমি ও মূখ্য সম্পাদক জেলা শিল্পকলা একাডেমি ফিল্ম সোসাইটি গাজীপুর মোবারক হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কৃতি ছাত্র-ছাত্রী ও জেলা শিল্পকলা একাডেমি পরিবেশিত সল্পদৈর্ঘ্য যাত্রা পালা ‘ভাওয়াল সন্ন্যাসী’ এর পরিচালক ওস্তাদ মোঃ বিল্লাল হোসেনসহ, শিল্পি ও কলাকুশলীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবু নাসার উদ্দিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিফাত আরা বন্যা।