শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > গাজীপুরে বিভিন্ন যানবাহনের চালক-হেলপারদের মাঝে মাস্ক বিতরণ

গাজীপুরে বিভিন্ন যানবাহনের চালক-হেলপারদের মাঝে মাস্ক বিতরণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: করোনা সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী নির্দেশিত ‘নো মাস্ক নো সাভিস’ র্কমসূচির আলোকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম ট্রাফিক পয়েন্ট চান্দনা-চৌরাস্তার দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও হেলপারদের মধ্যে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, স্থানীয় বিআরটিএ ও জেলা সড়ক পরিবহণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) খালিদ বোরহান, বিআরটিএ’র সদস্য ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বিআরটিএ’র সহকারী পরিচালক এনায়েত হোসেন মন্টু, জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমাদ সরকার, সহ-সভাপতি মো: শাহীন, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন এ মাস্ক বিতরণ কার্যক্রম চলবে। কর্মসূচির প্রথম দিনেই প্রায় দশ হাজার মাস্ক সকল ধরনের বাস-মিনিবাস-ট্রাক-কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চালক-কন্ডাকটর-হেলপারদের হাতে মাস্ক ধরিয়ে দেওয়া হয়।