শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > গাজীপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু

গাজীপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু

শেয়ার করুন

জাহিদ হাসান ভূঁইয়া
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশ বিহীন গেজেট নিয়মিত করণের লক্ষ্যে বেসামরিক গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকির পরিচালনায় ৫ সদস্যে যাচাই বাছাই কমিটির কাছে মুক্তিযোদ্ধার সপক্ষে কাগজপত্র পেশ করেন। ২০০২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যে সকল মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন তাদের নিজ নিজ পক্ষে সহযোদ্ধা সাথে নিয়ে স্বাক্ষরসহ কাগজপত্র পেশ করেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক প্রেরিত ৮০ জন মুক্তিযোদ্ধার কাগজপত্র যাচাই বাছাই করা হয়।