শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > গাজীপুরে রথযাত্রা ও রথমেলা শুরু

গাজীপুরে রথযাত্রা ও রথমেলা শুরু

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরে হিন্দু সম্প্রদায়ের প্রায় দেড়শ’ বছরের পুরানো শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে।

রথযাত্রার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বুধবার সকালে জেলা শহরের রথখোলা এলাকায় রথযাত্রা উদ্বোধন করে তিনি অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান।

এসময় তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সকল সম্প্রদায়ের লোকজন এখানে তাদের উৎসব মিলেমিশে পালন করতে পারছে।

জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল বাতেন, অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী, শঙ্কর লাল বনিক প্রমুখ।

রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশ নেয়। ৯ দিন পর উল্টো রথটানের মাধ্যমে শেষ হবে এ রথযাত্রা।

ইতিহাস খ্যাত ভাওয়াল রাজাদের আমলে শুরু হয় রথযাত্রার। সম্ভবত ১২৭৮ বঙ্গাব্দ থেকে এ মেলার শুরু হয়েছিল। রাজা কুশধ্বজ রায় ছিলেন ভাওয়াল রাজবংশের প্রতিষ্ঠাতা। ভাওয়াল পরগনার রায় বংশের অষ্টম পুরুষ রাজা কালী নারায়ণ রায় চৌধুরীর আমলে রথমেলার প্রচলন হয়। যাদের হাত ধরে মেলার গোড়াপত্তন হয়েছিল সেই ভাওয়াল রাজাদের পতন ঘটলেও মেলাটি তার অতীত ঐতিহ্য ধারণ করে আজো টিকে আছে।

জনশ্রুতি রয়েছে, রাজা কালী নারায়ণ রায় চৌধুরীর মাতা সত্যভামা দেবী দৈববাণী শুনতে পান। শুধু দৈববাণী নয়, তিনি স্বপ্নে মাধব বিগ্রহের মূর্তিলাভ ও মূর্তি নিয়ে রথযাত্রা প্রচলনের নির্দেশ পান। রানির বর্ণনা মতে, শ্রী শ্রী মানিক্য মাধব, নীলম্বর মাধব, ঠাকুর মাধব, চক্রপানি মাধব, যশোমাধব ও বসুদেব মাধব মূর্তিগুলো পাওয়া যায়। প্রথম থেকেই শ্রী শ্রী মানিক্য মাধবকে রথের ওপর অধিষ্ঠান করে রথযাত্রার প্রচলন হয় যা ১৯৭১ সাল পর্যন্ত চলে আসছিল। মুক্তিযুদ্ধের সময় মূল্যবান কষ্টিপাথরের সব বিগ্রহের তি সাধন করা হয়। হানাদাররা এসব মূর্তিগুলোকে রাজদীঘিতে ফেলে দেয়। রাজদীঘি থেকে ২টি মাধব বিগ্রহ উদ্ধার করে পুনরায় রথযাত্রা ও রথ উৎসব শুরু হয়। ১৯৮৪ সাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মেলা পরিচালিত হয়ে আসছে। ১৯৯২ সালে তৎকালীন গাজীপুর পৌরসভার আর্থিক সহায়তায় নতুন একটি রথ নির্মিত হয়।

রথমেলার প্রধান উৎসব হয় দুই দিন। প্রথম দিন রথযাত্রা এবং সাতদিন পর উল্টো রথযাত্রা বা পুনর্যাত্রা। রথযাত্রা ও পুনর্যাত্রার দিনে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী রথটানে অংশ নেয়।

প্রচলিত বিশ্বাস রয়েছে, উপবাস করে শুদ্ধমনে রথটানে অংশ নিয়ে পাপমোচন এবং মনোবাসনা পূর্ণ হয়। রথটানের পর মানিক্য মাধবের চরণে চিনি-কলা দেয়া হয়। মাধবের পা স্পর্শ করিয়ে তা আবার ভক্তদের মধ্যে ফেরত দেয়া হয়।

এবার রথযাত্রাকে ঘিরে বসেছে ২০ দিনব্যাপী রথমেলা। মেলায় কাঠের আসবাবপত্র, খাবার দোকানসহ শতাধিক স্টল বসেছে। এছাড়া সার্কাস, নাগরদোলা, পুতুল নাচসহ বিভিন্ন আয়োজন রয়েছে মেলায়।