শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > গাজীপুরে রোকেয়া দিবসের সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা

গাজীপুরে রোকেয়া দিবসের সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আয়োজনে রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় মহানগরের শিববাড়িতে জেলা বাসদ কার্যালয়ে সংগঠক নাসরিন জাহানের সঞ্চালনায় নাসিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ গাজীপুর জেলার সমন্বয়ক কমরেড রাহাত আহমেদ।

সভায় বক্তারা বলেন, ৯ ডিসেম্বর, ২০১৯ নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার ১৩৯তম জন্মদিন ও ৮৭তম মৃত্যু বার্ষিকী। সমাজে নারীকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। কিন্তু বর্তমান সময় নারীকে ঠেলে দিচ্ছে এক অন্ধকার জগতে। সারা দেশে সকল ক্ষেত্রে নারী শিশু নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, দেশে বাল্য বিবাহের হার কম দেখানোর জন্য মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ তে নিয়ে এসেছে সরকার, প্রবাসে কর্মরত নারী শ্রমিক নির্যাতনের শিকার হচ্ছে এবং লাশ হয়ে দেশে ফিরছে। রাষ্ট্রের পক্ষ থেকে বিচার বা প্রতিকারের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এরকম একটি পরিস্থিতিতে বেগম রোকেয়া দিবস সমাগত। আমরা এ মহীয়সী নারীর জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে বর্তমানের লড়াইয়ের পথ রচনা করতে চাই।