শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > গাজীপুরে শিবমন্দিরে শংখধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে শিবমন্দিরে শংখধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেয়ার করুন

গাজীপুর মহানগরের শিববাড়িস্থ শ্রীশ্রী ইন্দ্রেশ্বর শিবমন্দিরে আসন্ন শ্রীশ্রী দুর্গা পূজায় নারী শক্তি জাগরণের লক্ষে জাতীয় পর্যায়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্তৃক শংখধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে গাজীপুর মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) সুভাশীষ ধর।

গাজীপুর মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অরুন কুমার সাহার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দীলিপ কুমার (ডিকে) সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রকাশ পাল, সাধারণ সম্পাদক শ্রী নারায়ন কুমার দাস, গাজীপুর মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি জীবন চন্দ্র মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরের বিভিন্ন থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

শংখধ্বনি ১১ প্রতিযোগিনীর মধ্যে প্রথম হয়েছেন নিয়তী রানী দাস, দ্বিতীয় হয়েছেন সুস্মিতা সরকার, তৃতীয় হয়েছেন মহামায়া দে। উলুধ্বনি ১৫ প্রতিযোগিনীর মধ্যে প্রথম হয়েছেন নিয়তী রানী দাস, দ্বিতীয় হয়েছেন ভবানী রানী দাস, তৃতীয় হয়েছেন বিউটি বণিক সাহা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগিনীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্পন্সর করেন উৎসব বস্ত্রালয়ের শ্যামল সাহা।