মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের জিরানী এলাকায় মাছিহাতা সোয়েটার কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়কে অবরোধ করেছে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার ওই কারখানার একজন শ্রমিককে মালিকপক্ষের লোকজন মারধর করেন। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হলে ওইদিন সকালে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনার জের ধরে কারখানা খুলে দেয়ার দাবিতে আজ সকালে কারখানা গেটে এসে জড়ো হয় শ্রমিকেরা। মাছিহাতার শ্রমিকেরা আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকদের রাস্তায় নামতে বাধ্য করে। শ্রমিকেরা সকাল ১১ টার দিকে কালিয়াকৈর -নবীনগর মহাসড়ক কাঠের গুড়িতে আগুন ধরিয়ে অবরোধ করে। পরে শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় মাছিহাতা সোয়েটারের আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষাণা করা হয়েছে।