শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > গাজীপুরে শ্রমিক বিােভ মহাসড়ক অবরোধ, ছুটি ঘোষণা

গাজীপুরে শ্রমিক বিােভ মহাসড়ক অবরোধ, ছুটি ঘোষণা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের জিরানী বাজার, হোতাপাড়া ও শ্রীপুরের এমসি বাজার এলাকার তিনটি গার্মেন্ট কারখানায় শ্রমিক বিােভ হয়েছে। শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগর সড়ক প্রায় ১ ঘণ্টা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধাবেলা অবরোধ করে রাখে। ঘটনার সময় আলাদা স্থানে কমপে ৩০ জন আহত হয়েছেন। ওই সব কারখানা এলাকায় বিপুল সংখ্যক শিল্প পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর সিটি করপোরেশনের জিরানী এলাকার মাছিহাতা সোয়েটার কারখানার শ্রমিকেরা গতকাল সকাল ১১টায় কালিয়াকৈর-নবীনগর মহাসড়কে কাঠের গুঁড়িতে আগুন ধরিয়ে অবরোধ করে। পরে শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ার শেল নিপে করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটলে উভয় পরে অন্তত ২০ জন আহত হয়। দুপুর সাড়ে ১২টায় সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়া হলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গত বৃহস্পতিবার ওই কারখানার বকেয়া বেতনকে ঘিরে একজন শ্রমিককে মালিক পরে লোকজন মারধর করে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হলে ওই দিন সকালে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপ। কারখানা খুলে দেয়ার দাবিতে শনিবার সকালে কারখানা গেটে এসে জড়ো হয়ে সমাবেশ করেন ওই কারখানার শ্রমিকেরা। মাছিহাতা কারখানা শ্রমিকরা আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকদেরও রাস্তায় নামতে বাধ্য করে। এ কারণে এ ঘটনায় মাছিহাতা সোয়েটারের আশপাশের কয়েকটি কারখানা ১ দিনের জন্য ছুটি ঘোষাণা করা হয়েছে।
এদিকে, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার গিভেন্সি গার্মেন্ট কারখানার শ্রমিকরা তাদের গত মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে কর্মবিরতি করে বিােভ করতে থাকে। এক পর্যায়ে মালিক পরে লোকজন রড ও লাঠি সোটা, মোটরসাইকেলের চেইন নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে সবুজ, পারভেজ, জামাল, মিলন, সাইফুল ইসলাম ও ২জন নারী শ্রমিকসহ কমপে ১০ জন শ্রমিক আহত হন। এ সময় ইটপাটকেল নিপে করে কারখানার কাচ ভাঙচুর করা হয়। পরে কারখানার ব্যবস্থাপনা পরিচালক খতিব জাহিদ মুকুল কারখানায় গিয়ে নিয়মিত বেতন ভাতা দেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে কারখানায় কোন কাজ হয়নি।
অন্যদিকে, শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার ব্লু সীল নামক কারখানার শ্রমিকরা সকালে কারখানার গেটে গিয়ে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে যান। কারখানা খুলে দেয়ার দাবিতে বিােভ করে প্রায় আধাঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।