শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > গাজীপুরে সিটি কাউন্সিলর প্রার্থীর কর্মীকে জরিমানা

গাজীপুরে সিটি কাউন্সিলর প্রার্থীর কর্মীকে জরিমানা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক প্রার্থীর কর্মীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসন চত্বরের দেয়ালে আঠা দিয়ে পোস্টার লাগানের সময় সংরক্ষিত ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আ্যাড. তানিয়ার (চশমা প্রতীক) প্রার্থীর কর্মীকে আটক করা হয়। তার নাম ম্রিন্ময় হাসান (২২)।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, দেয়ালে আঠা দিয়ে পোস্টার লাগানো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

ম্রিন্ময় হাসান আচরণবিধি লঙ্ঘন করেই ওই প্রার্থীর পক্ষে পোস্টার লাগাচ্ছিলেন। পরে তাকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালতের বিচারক গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার মো. শরিফুল ইসলাম তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।