বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > গাজীপুরে সড়ক দুর্ঘটনায় হিসাবরক্ষক নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় হিসাবরক্ষক নিহত

শেয়ার করুন

মোকছেদাতুন নেছা
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ট্রাকচাপায় মোঃ মেহরাব নামে এক কারখানা হিসাবরক্ষক নিহত হয়েছেন।
সোমবার সকালে নগপাড়া বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো.মেহরাব (৩২), পাবনার সালগরিয়া এলাকার মো. এনামুল হকের পুত্র। তিনি গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার এনার্জি প্যাক কারখানার হিসাবরক্ষক কর্মকর্তা ছিলেন।
জানাযায়, মেহরাব গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগপাড়া এলাকায় সপরিবারে ভাড়া থেকে এনার্জি প্যাক কারখানায় চাকরি করতেন। প্রতিদিনের মতো সোমবার সকালেও তিনি মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় মেহরাবের সহকর্মী মহসিন মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
পথে নগপাড়া বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে টার্ন নেয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি মেহরাবকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মহসিনও গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার এসআই মোঃ হুমায়ুন কবির জানান, লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।