বুধবার , ১৭ই এপ্রিল, ২০২৪ , ৪ঠা বৈশাখ, ১৪৩১ , ৭ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ‘গাজীপুরে হার আ’লীগের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত’

‘গাজীপুরে হার আ’লীগের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গাজীপুর সিটি নির্বাচনে পরাজয় ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত। সোমবার দুপুরে ইউনিয়ন ব্যাংকের দিলকুশা শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এরশাদ বলেন, জনগণ না চাইলে মেয়র হওয়া যায় না। গাজীপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা যে সময় মান্নানের পক্ষে ভোট প্রার্থনা করছে ঠিক তখনই মহাজোটের প্রার্থী আজমতকে সমর্থন দেওয়ার অর্থ ছিল না।

এরশাদ বলেন, রাজনৈতিক অস্থিরতা, শেয়ারবাজার কেলেংকারি, যানজট এভাবে দেশ চলতে দেওয়া যায় না। দেশে প্রাদেশিক সরকার করা উচিত। প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু হলে দেশ নিয়ম শৃঙ্খলায় ফিরে আসবে। যানজটে পড়ে থাকতে হবে না। রাজধানী এখন অযোগ্য শহরে পরিণত হয়েছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। আর কোনো জোট নয়, এককভাবে নির্বাচন করব।

তিনি বলেন, প্রাইভেট ব্যাংক সেক্টরে গ্রামীণ ব্যাংক নারীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাইভেট ব্যাংকে সেবার অভাব। তাই ইউনিয়নকে ব্যাংকিং ব্যবস্থায় সেবার মানে শীর্ষে নিয়ে যেতে হবে। আগামী দিনে মানুষের পথ চলার পাথেয় হবে ইউনিয়ন ব্যাংক।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়া, উপ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম সলিমুল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গুলশান শাখা ব্যবস্থাপক এবিএম মোকাম্মেল হক চৌধুরী, কোম্পানি সেক্রেটারি আব্দুল হান্নান খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায় প্রমুখ।