বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ , ১২ই বৈশাখ, ১৪৩১ , ১৫ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম’র অপসারণের দাবীতে মানববন্ধন

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম’র অপসারণের দাবীতে মানববন্ধন

শেয়ার করুন

সাদিকুর রহমান
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর দুর্নীতিবাজ জিএম এর অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, দালাল দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানির প্রতিবাদে তার অপসারণ ও দালাল মুক্ত বিদ্যুৎ অফিসের দাবিতে মানবন্ধন করেছে ভুক্তভোগীরা।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাজেন্দ্রপুর অফিসের সামনে সকাল সাড়ে দশটায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এ সমিতির কার্যালয়ের কোন কাজ করতে হলেই শরণাপন্ন হতে হয় দালালদের, দালাল ছাড়া কোন কাজই হয় না। বর্তমান জিএম ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তার করে অযোগ্য প্রার্থীক নির্বাচিত করেছেন, সমিতির জমি কেনার নামে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা, সামান্য অভিযোগেই বিছিন্ন করেন সংযোগ অথবা উচ্চ জরিমানা আদায় করেন এবং সমিতির কার্যালয়কে পরিনত করেছেন দালালদের আখরা, যাদের কাজই হল সেবার নামে অবৈধ ব্যবসা।

বীর মুক্তিযাদ্ধা শামসুল হক মানববন্ধনে বলেন, পল্লী বিদ্যুৎ অফিসকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলা হয়েছে। অচিরেই যেন উপর মহল জিএম কে অপসারণ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এজন্য আকুল আবেদন জানাই।