বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > গাজীপুর সদর উপজেলা নির্বাচন ১৯ দলের একক প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন

গাজীপুর সদর উপজেলা নির্বাচন ১৯ দলের একক প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ষষ্ঠ দফায় অনুষ্ঠেয় গাজীপুর সদর উপজেলা নির্বাচনের ১৯ দলীয় একক প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনের নাম ঘোষণা করা হয়েছে।
গত ২৪ এপ্রিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নান ও কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকারের উপস্থিতিতে ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ অধ্যক্ষ মো: ইজাদুর রহমান মিলনকে ১৯ দলের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তাহের মুসুল্লিকে ভাইস চেয়ারম্যান ও হাসিনা সরকারকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন জেলা বিএনপি’র সভাপতি ফজলুল মিলন।
এ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান শাহান শাহ আলম, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সুরুজ আহম্মেদসহ নেতৃবৃন্দ বক্তব্য রখেন।
আলহাজ অধ্যক্ষ মো: ইজাদুর রহমান মিলন বলেন, বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। আমার এলাকায় সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে আমার জনপ্রিয়তা রয়েছে। বারিয়া ইউনিয়নেও সকল রাজনৈতিক দলে আমার গ্রহণ যোগ্যতা রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে আমার জয় সুনিশ্চিত।
সভায় নেতৃবৃন্দ বলেন, দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাহাড়া দিয়ে এ নির্বাচনের যে কোন ধরনের পরিস্থিতি মোকাবিলা করে দলীয় প্রার্থীকে বিজয়ী করবেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, আওয়ামী লীগ বিভিন্ন জাতীয় ইস্যুতে মিথ্যাচার করেছে। তিস্তা নদীর পানি আমাদের ন্যায্য অধিকার। আমরা আমাদের হিস্যা চাই, সেটা প্রমাণ করার জন্য আমরা লংমার্চ করেছিলাম। আমাদের বিভিন্ন নদীর পানির জন্য প্রয়োজনে আরও কঠিন কর্মসূচি দেবো।
এদিকে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে কারোর নাম ঘোষণার কথা এখনও শোনা যায়নি। তবে আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীদের সমর্থিত প্রার্থী আক্তরুজ্জামান শুক্কুর মনোনয়নপত্র জমা দেয়ার আগে এক মতবিনিময় সভায় বলেন, প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির অনুমতি নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এ সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম খান, মনির হোসেন, আমান উল্লাহ, সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।