শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > ‘গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না’

‘গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপির সেনাবাহিনী মোতায়েনের দাবি নাকচ করে দিয়েছেন।

তিনি বলেন, সেনাবাহিনী জনগণের সাথে সম্পৃক্ত নয়। সেনাবাহিনী আইন-শৃংখলার সাথে সম্পৃক্ত। সেনাবাহিনী আইন-শৃংখলা রক্ষায় সর্বশেষ ধাপ।

তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে প্রথমে পুলিশ-আনসারের মাধ্যমে আইন-শৃংখলা রক্ষার চেষ্টা করা হয়। তারপর প্রয়োজন হলে র‌্যাব-ডাকা হয়। দরকার হলে বিজিবি মোতায়েন হয়। এই নিয়মেই নির্বাচনের সময় আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়ে থাকে।

তিনি মঙ্গলবার নির্বাচন কমিশন অফিসে ‘গাজীপুরে সেনা মোতায়েন হবে কি না’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, খুলনা ও বরিশালে সিটি কর্পোরেশনের নির্বাচনে কোস্টগার্ড মোতায়েন করা হয়েছিল। সেখানে বিজিবিও দায়িত্ব পালন করেছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রয়োজন হলে একইভাবে নিরাপত্তাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।