বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > খেলা > গার্দিওলা-বার্সা কথা চালাচালি

গার্দিওলা-বার্সা কথা চালাচালি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ স্পেন জায়ান্ট এফসি বার্সেলোনা ও পেপে গার্দিওলার মধ্যে চলছে কথা চালাচালি। আর পরস্পর দোষারোপে নাম উঠছে বার্সার বর্তমান কোচ টিটো ভিলানোভারও। সাবেক কোচ গার্দিওলার সমালোচনায় বার্সেলোনা কোচ সান্দ্রো রোসেল মিডিয়ার কাছে মুখ খোলেন দু’দিন আগে। বলেন, ক্যানসার চিকিৎসায় টিটো ভিলানোভা নিউ ইয়র্কে অবস্থান করলেও বার্সার বর্তমান এ কোচকে দেখতে যাননি পেপ গার্দিওলা। তবে গতকাল বার্সেলোনার সাবেক কোচ গার্দিওলা এমন অভিযোগের আত্মপ সমর্থনে বলেন, আমি কখনোই ভুলবো না, তারা আমাকে দোষী দেখাতে টিটোর অসুস্থতার ঘটনাকে ব্যবহার করছে। নিউ ইয়র্কে আমি টিটোকে দেখতে যাইনি, এ কথা মিথ্যা। ইতালির লেক গার্দায় বায়ার্ন মিউনিখ দল নিয়ে অনুশীলনে রয়েছেন কোচ গার্দিওলা। এখানে বার্সার সাবেক এই কোচ বলেন, এটা ঠিক টিটোকে আমি সেখানে দেখতে যেতে পেরেছিলাম একবারই। আর এখানে আমাদের ঠিকানাটাও ছিল একটু বেশি দূরত্বের। আমি বরং বলতে চাই বার্সেলোনা কর্তৃপ আমার সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আমি বার্সা ছাড়ার আগে কাব প্রেসিডেন্ট ও ডিরেক্টরকে বলেছিলাম আমি অবকাশে ৬০০০ মাইল দূরে একটু শান্তিতে থাকতে চাচ্ছি। কিন্তু তারা এ প্রতিশ্রুতি রাখেনি। এসময় একাধিক বিষয় ঘটেছে যা ছিল বাড়াবাড়ি। খেলোয়াড়ি ক্যারিয়ারে বার্সেলোনার সাবেক সফল ফুটবলার পেপে গার্দিওলা কাতালান দলে কোচের দায়িত্ব নেন ২০০৯ মওসুমে। এরপর টানা চার বছরে বার্সেলোনায় গড়েন ইতিহাস। চার বছরে চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি, স্প্যানিশ লা-লিগাসহ গার্দিওলার অধীনে এফসি বার্সেলোনা জয় করে ১৪টি শিরোপা। তবে বার্সাকে বিমুখ করে ২০১২’র লা-লিগা শিরোপা জিতে নেয় প্রবল প্রতিপ রিয়াল মাদ্রিদ। মওসুম শেষে বার্সেলোনার দায়িত্ব ছেড়ে দেন গার্দিওলা। এ সময় লম্বা অবকাশ কাটাতে গার্দিওলা পাড়ি দেন নিউ ইয়র্কে। গার্দিওলা বলেন, কর্মেেত্র দীর্ঘদিন আমার সহকর্মী থেকেছেনÑ এমন একজনের জন্য আমার শুভাকাক্সা নেই বলার কি মানে? আর বার্সেলোনা দলের জন্য আমার দরদটা কেমন তা নতুন করে বলার কিছু নেই। গতকাল গার্দিওলার কথার জবাব দিয়েছেন বার্সেলোনা ভাইস প্রেসিডেন্ট ইয়র্দি কার্ডোনারও। দৈনিক মুন্ডো ডেপোর্টিভোকে কার্ডোনার বলেন, তার (গার্দিওলা) বিরুদ্ধে কথা বলতে আমরা টিটোর অসুস্থতাকে ঢাল হিসেবে ব্যবহার করিনি। শুধুমাত্র বাজে লোকই এমনটি করতে পারে।