শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > তথ্যপ্রযুক্তি > গুগলের হোমপেজে প্রথম পরিবর্তন আনা হচ্ছে

গুগলের হোমপেজে প্রথম পরিবর্তন আনা হচ্ছে

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
গুগলের হোমপেজে বড় ধরণের পরিবর্তন আনতে যাচ্ছে সংস্থাটি। ১৯৯৬ সালে সংস্থাটি চালু হবার পর এটিই হবে এর হোমপেজে প্রথম পরিবর্তন।.
বর্তমানে গুগলের লোগো ও একটিমাত্র র্সাচবক্সসহ যে বিখ্যাত ও অতিসরল হোমপেজ রয়েছে তাতে সংস্থাটির স্বার্থ ও সংবাদভিত্তিক ফিড দেয়ার ব্যবস্থা সংযোজন করা হবে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের অনলাইন সংস্করণে জানানো হয়, ২০১২ সাল থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস-এর জন্য বিদ্যমান গুগলের মোবাইল অ্যাপের ব্যক্তিগত তথ্য সম্পর্কিত ফিড এবং সেইসঙ্গে গুগল নেক্সাস ও পিক্সেল স্মার্টফোন ও ট্যাবের জন্য ব্যবহৃত হোমপেজ স্ক্রিন অদূর ভবিষ্যতে ওয়েবভিত্তিক কমপিউটিংয়ের অংশ হবে।

গত বুধবার গুগল ঘোষণা করে যে তারা নিউজ ফিডে আরও কাস্টমাইজেশনের সুবিধা চালু করতে যাচ্ছে। কোম্পানির অ্যাডভান্সড মেশিন-লার্নিং এলগোরিদম ব্যবহার করে এই সুবিধা যুক্ত করা হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান