মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার উদ্বোধন শুক্রবার

গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার উদ্বোধন শুক্রবার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার দীর্ঘ প্রতীক্ষিত মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার (গুলিস্তান-যাত্রাবাড়ী) উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ৩টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফ্লাইওভারের কুতুবখালী প্রান্তে ফলক উন্মোচন ও মোনাজাত পরিচালনা করবেন।

ফ্লাইওভারের কুতুবখালী-নিমতলী অংশ শুক্রবার বিকেলে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

প্রধানমন্ত্রী বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নির্মিত মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেবেন।

মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নামের ৪ লেন বিশিষ্ট এই উড়াল সড়কে ৬টি প্রবেশপথ ও ৭টি বের হওয়ার পথসহ মোট ১৩টি ওঠানামার পথ রয়েছে।
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নগরীর কুতুবখালী থেকে শুরু হয়েছে।
প্রকল্প কাজ ও প্রকল্প এলাকার সংযোগ সড়কসমূহের নির্মাণ ও সংস্কার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

ফ্লাইওভারটি চালু হলে গুলিস্তান থেকে কুতুবখালী ছাড়াও ঢাকা-চট্টগ্রাম, সিলেটসহ পূর্বাঞ্চলীয় এবং উত্তর-পূর্বাঞ্চলীয় ৩০টি জেলায় যাতায়াতে বাড়তি সুবিধা পাওয়া যাবে। বিশেষ করে রাজধানীর কুতুবখালী-যাত্রাবাড়ী অংশে যানজট কমে যাবে।

ওরিয়ন ইনফ্রাস্টাকচার লিমিটেড এই ফ্লাইওভারের বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে ২১০৮ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হচ্ছে। গত ২০১০ সালে এর নির্মাণ কাজ শুরু হয়।