শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > গোপন চুক্তিতে স্বাধীনতা ম্লান

গোপন চুক্তিতে স্বাধীনতা ম্লান

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: সরকারের করা অনেক গোপন চুক্তিতে দেশের স্বাধীনতা ম্লান হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করে অনেক গোপন চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতাকে ম্লান করে দিয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘সরকারের অবৈধ সত্তা নিয়ে দেশে বিদেশে যে ধিক্কার উঠেছে তাকে গায়ে না মেখে নির্লজ্জের মতো বিদেশ সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মন্ত্রী, উপদেষ্টা, শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকার পরেও কাউকে মন্ত্রীত্ব, উপদেষ্টা থেকে বাদ দেয়া হয়নি। এসব বিষয়ে আন্তর্জাতিকভাবে হেয় হলেও ভোটারবিহীন অবৈধ সরকার নির্লজ্জের মতো দুর্নীতিবাজদের পক্ষেই সাফাই গেয়েছে।’

রিজভী আহমেদ বলেন, ‘ক্ষমতা জবরদস্তিভাবে দখল করা সরকার গণতন্ত্র, ভোট, পার্লামেন্ট, রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু ধ্বংস ও দুর্বল করে দিয়েছে।’

তিনি বলেন, ‘সন্ত্রাস আর দুর্নীতির কলঙ্কে মলিন সরকার প্রধান তার প্রতিশোধের রাজনীতির যেন রাশ টেনে ধরতে পারছেন না।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘আওয়ামী যখন বিরোধী দলে ছিল তখন তারা সারাদেশে মিছিল সমাবেশ করেছেন। অথচ আজ তারা সরকারে এসে বিরোধীদলকে কোথাও সভা সমাবেশ করতে দিচ্ছে না। এমনকি ঘরের ভিতরেও না। সারা দেশটাকে তাদের পৈর্তৃক সম্পতিতে পরিণত করেছে।’

রিজভী সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘বাংলাদেশকে খামখেয়ালীর আজব দেশের ধন্য রাজা বানাতে দেয়া যাবে না। গায়ের জোরে অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। অবশ্যই এই মুহূর্তে নির্দলীয় ব্যবস্থা পুনর্বহাল করে পদত্যাগ করতে হবে।’

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভি।

বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, যুব দলের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলামেইল২৪ডটকম