শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > গোবরে ঢাকা স্বাধীনতার স্মৃতিস্তম্ভ !

গোবরে ঢাকা স্বাধীনতার স্মৃতিস্তম্ভ !

শেয়ার করুন

জেলা প্রতিনিধি ॥ জামালপুর ॥ জামালপুরের প্রথম স্বাধীনতা স্মৃতিস্তম্ভটি যেন গোবরের লাকরি (জ্বালানি) শুকানোর উত্তম স্থান।

আশেক মাহামুদ বিশ্ববিদ্যালয় ডিগ্রি কলেজের এই স্মৃতিস্তম্ভটি নিয়ে শিক্ষার্থী ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছে প্রচণ্ড ক্ষোভ। কিন্তু স্থানীয়দের এতে কোনো খেয়ালই যেন নেই।

সরেজমিন দেখা যায়, আশেক মাহামুদ বিশ্ববিদ্যালয় ডিগ্রি কলেজের জামালপুরের প্রথম স্মৃতিস্তম্ভটির চারপাশ গোবরের লাকরি দিয়ে ঢাকা রয়েছে। অপরিষ্কার ও সংষ্কারের অভাবে জামালপুরের স্বাধীনতা প্রথম স্মৃতিস্তম্ভটি এখন এ কাজে ব্যবহৃত হচ্ছে।

এ নিয়ে আশেক মাহামুদ কলেজের অর্নাস প্রথমবর্ষের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন ক্ষোভের সঙ্গে বলেন, কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই আজ এই অবস্থা। তিনি স্মৃতিস্তম্ভটি দ্রুত সংস্কারের দাবি জানান।

অপর এক শিক্ষার্থী তাছলিমা পারভিন বলেন, যাদের জন্য এই স্বাধীনতা তাদের এ অবমূল্যায়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মোজাহীদ বিল্লাহ ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্রুত এসব অপসারণ করে জায়গাটি পরিষ্কারের নির্দেশ দিয়েছি।