বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > গ্রামীণ ব্যাংকের ক্ষতি কেউ মেনে নেবে না: ড. ইউনূস

গ্রামীণ ব্যাংকের ক্ষতি কেউ মেনে নেবে না: ড. ইউনূস

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ গ্রামীণ ব্যাংকের কোনো ক্ষতি হলে কেউ তা মেনে নেবে না। গত আড়াই বছর ধরে গ্রামীণ ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চললেও শেষ পর্যন্ত সাধারণ মানুষই এই প্রতিষ্ঠাটিকে রক্ষায় এগিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশী ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ড. ইউনূস গ্রামীণ ব্যাংককে আন্তরিকভাবে ভালোবাসায় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে বেলা ১১টার দিকে মিরপুর গ্রামীণ ব্যাংক ভবনের ইউনূস সেন্টারে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।