বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর প্রতি রনির কৃতজ্ঞতা

গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর প্রতি রনির কৃতজ্ঞতা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার পথে মাইল ফলক স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ দলীয় এমপি গোলাম মওলা রনি।

বুধবার রাজধানীর বাড্ডা এলাকা থেকে ডিবির হাতে গ্রেপ্তারের আগমূহর্তে এক ফেসবুক বার্তায় তিনি তার দলীয় সভানেত্রীর প্রতি এই কৃতজ্ঞতা জানান।

রনি লিখেছেন- ‘আমার জামিন বাতিল হয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমার একটি বিশ্বাস ছিল- যে সব রাষ্ট্রীয় দুর্নীতি এবং ব্যক্তি বিশেষের অন্যায় ও অবিচার সম্পর্কে আমি সরব ছিলাম তার সাথে সরকারের কোনো সংযোগ নেই।’

তিনি বলেন, ‘নির্বোধের মত এই বিশ্বাসের পিঠে সোওয়ার হয়ে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু আজ সেই বিশ্বাসে চীড় ধরেছে। যেভাবে জামিনটি বাতিল হল- তা স্বাধীন বাংলাদেশে ত নয়-ই, পাকিস্তান আমলেও ঘটেনি। আমি ধন্যবাদ জানাচ্ছি শাহবাগ থানা কর্তৃপ এবং ঢাকার মহামান্য সিএমএম সাহেবকে।’

এরপরই রনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকেও আমার অন্তরের অন্তর স্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি- আমাকে জেলে পাঠানোর মাধ্যমে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটি মাইল ফলক স্থাপন করার জন্য। আমার শাস্তির বিনিময়ে হলেও শেয়ার বাজার চাঙ্গা হোক, সাগর-রুনির হত্যাকারী ধরা পড়ুক এবং প্রিয় দলটি আবার মতায় আসুক, দেশবাসী শান্তিতে থাকুক।’

তিনি বলেন, ‘আজ মনে হচ্ছে, আমার মত অর্বাচীন যেন কারো সন্তান না হয় কিম্বা কোনো স্ত্রী যেন এমন স্বামী না পায়! কোনো সন্তানের যেন এমন পিতা না থাকে! পবিত্র রমযান মাসের রোজা অবস্থায় আমি যে, দুর্ভোগের শিকার হলাম তা যেন কোনো শত্রুর কপালেও না ঘটে। আপনারা সবাই ঈদ করবেন। আমার পরিবারের ঈদ কেমন হবে? সবাই ভাল খাকুন- আল্লাহ হাফেজ…’

উল্লেখ্য, সাংবাদিক মারধরের মামলায় বুধবার বেলা সাড়ে ৩টার দিকে বাড্ডা থেকে সরকার দলীয় এই এমপিকে গ্রেপ্তার করে ডিবি।

এরপরই সচিবালয়ে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছেন, ‘আদালতে দোষী প্রমাণিত হলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

একই সঙ্গে তিনি অপরাধী সে যেই হোক তার কোনো রাজনৈতিক দলে থাকা সমীচীন নয় বলেও মত দিন।