শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > গ্রেফতারের লক্ষ্য বিএনপিকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া : ফখরুল

গ্রেফতারের লক্ষ্য বিএনপিকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া : ফখরুল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে তার দলের নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বলেছেন, এধরনের গ্রেফতার, দমন, পীড়ন চালিয়ে সরকার চায় একদলীয় নির্বাচন করতে। এদেশের জনগণ শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন দেখতে চায়। সরকারকে আমরা আহবান জানাতে চাই এসমস্ত উস্কানিমূলক কাজ বাদ দিয়ে সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পরিবেশ সৃষ্টি করতে।

বুধবার সকালে নয়াপল্টনের বিএনপির দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ফখরুল এসব কথা বলেন। পুলিশের ভ্যানে হামলা করে কর্ম ী ছিনিয়ে নেওয়ার ঘটনা সম্পর্কে ফখরুল বলেন এটি উদ্দেশ্যমূলক, এরা বিএনপির লোক নয়। সরকার উদ্দেশ্যমূলকভাবে নিজেদের লোক দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে ।

তিনি বলেন, আগামী নির্বাচনের আগে সরকার পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করছে। বিরোধীদল যাতে নির্বাচনে অংশ না নেয় সেই নীলনকশার অংশ হিসেবে সরকার আমাদের দলের স্থায়ী কমিরি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার করেছে। বিভিন্ন নেতাদের বাড়িতে পুলিশ যাচ্ছে।