বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > ঘরে ফিরছেন কাগাওয়া!

ঘরে ফিরছেন কাগাওয়া!

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড শিবির ছাড়ছেন জাপানের ফুটবল তারকা শিনজি কাগাওয়া। আর তার পরবর্তী গন্তব্যটা হচ্ছে নিজেরই পেশাদার পুরনো দলে। গতকাল এমন খবর দিয়েছে ইংলিশ মিডিয়া। দ্য সুইপার-এর খবর, কাগাওয়া তার ভবিষ্যৎ নির্ধারণে ম্যানচেস্টার ইউনাইটেড-কে জরুরি আলোচনার তাগিদ দেন আগের দিন। এর আগে ‘ডেইলি মেইল’ তাদের খবরে জানিয়েছে শিনজিকে জার্মানিতে ফিরিয়ে নিতে ইতিমধ্যে দলকে চাপ দিচ্ছেন বরুশিয়া ডর্টমুন্ড সমর্থকরা। সর্বশেষ আন্তঃমহাদেশীয় আসর কনফেডারেশন্স কাপে জাপানের হয়ে ভাল নৈপুণ্য দেখালেও ম্যানচেস্টার ইউনাইটেড এবার তেমন সুযোগ দেখা যাচ্ছে না কাগাওয়ার। কমিউনিটি শিল্ডের লড়াইয়ে শেষের মাত্র ৭ মিনিট খেলতে দেখা যায় কাগাওয়াকে। আর লিভারপুলের বিপক্ষে রোববার শেষ ১২ মিনিটে কাগাওয়াকে বেঞ্চে রেখে ম্যানইউ কোচ সুযোগ দেন রায়ান গিগসকে। গত মওসুম ১৭ মিলিয়ন পাউন্ডে বুন্দেসলীগার দল ডর্টমুন্ড থেকে কাগাওয়াকে ম্যানইউতে উড়িয়ে নেন রেড ডেভিলদের বিদায় কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। ২০১১-১২’র বুন্দেসলীগায় একাধিক রেকর্ড গড়ে শিরোপা জেতে কোচ ইয়ুর্গেন ক্লপের দল বরুশিয়া ডর্টমুন্ড। সেবার পরে জার্মান কাপ জিতে নিয়ে ডাবল শিরোপায় নিজেদের সেরা সাফল্যের ইতিহাস রচনা করেন ক্লপ শিষ্যরা। সেবারের ডর্টমুন্ড স্কোয়াডের অন্যতম সেনানি জাপান তারকা শিনজি কাগাওয়া।