শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > রাজনীতি > ঘোড়াশাল পৌর মেয়র পদে তৃণমূলের ভোটে সমর্থন পেলেন শরীফুল হক

ঘোড়াশাল পৌর মেয়র পদে তৃণমূলের ভোটে সমর্থন পেলেন শরীফুল হক

শেয়ার করুন

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি ॥
আসন্ন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী হতে পলাশ উপজেলা ও পৌর আওয়ামীলীগের সমর্থন পেলেন বর্তমান পৌর মেয়র আলহাজ্ব মোঃ শরীফুল হক।

পৌর নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বাছাই করতে আজ শনিবার সকালে পৌর আওয়ামীলীগের এক বর্ধিত সভা ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ শরীফুল হকের সভাপতিত্বে এ বর্ধিত সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ শরীফুল হক, সাধারণ সম্পাদক এস.এম শফি ও সদস্য মোঃ মুসলেহ্ উদ্দিন আহাম্মেদ মেয়র পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে ভোটিং এর মাধ্যমে মোঃ শরীফুল হক ৬৯ ভোট পেয়ে আওয়ামীলীগের মেয়র প্রার্থী হিসেবে সমর্থন পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস.এম শফি ৫ ভোট ও মোঃ মুসলেহ্ উদ্দিন আহাম্মেদ পান ২ ভোট।

পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা জানান, ঘোড়াশাল পৌরসভার দুইবারের নির্বাচিত পৌর মেয়র মোঃ শরীফুল হককে ভোটিং এর মাধ্যমে এবারও নৌকা মার্কার একক প্রার্থী হিসেবে মনোনয়ন দানের জন্য চুড়ান্ত করে জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ শনিবার পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় মোঃ শরীফুল হকের নাম চুড়ান্ত করা হয়েছে। মোঃ শরীফুল হক গত দুইবার আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। বর্ধিত সভায় জেলা কমিটির পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রফেসর বজলুল করিম পাঠান, সদস্য মাহফুজুল হক টিপু।

পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় মোট ৮৭ জন কাউন্সিলরের মধ্যে ৭৬ জন উপস্থিত ছিলেন।