শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > চরফ্যাশনে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে আহত ২০

চরফ্যাশনে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে আহত ২০

শেয়ার করুন

ভোলা প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন-আইচা সড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গিয়ে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।
রোববার রাত সোয়া ৯টার দিকে চরফ্যাশন-আইচা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১০ জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা রোববার রাত ২টার দিকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করতে সক্ষম হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আইচা থেকে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে নোমান পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস চরফ্যাশনের উদ্দেশে যাচ্ছিলো।
পথিমধ্যে ওই সড়কের জিন্নাগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে পৌঁছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ যাত্রীকে উদ্ধার করে। এদের মধ্যে ১০ জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, প্রথম দিকে দুর্ঘটনা কবলিত বাসে যাত্রী রয়েছে ধারণা করা হলেও পরে বাসটি উদ্ধারের পর কোনো যাত্রী পাওয়া যায়নি। সবাই জীবিত উদ্ধার হয়েছে।