শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > চরাঞ্চলে অতিথি পাখির বিচরণ

চরাঞ্চলে অতিথি পাখির বিচরণ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, মতলব ॥ নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার মধ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরাঞ্চলে অতিথি পাখিদের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। এমনকি দলবদ্ধভাবে অতিথি পাখিদের বিচরণের দৃশ্য দেখা যাচ্ছে উপজেলার চরউমেদ, বোরচর, চরকাশিম, বাহেরচর, চরওয়েস্টার, চরজিংকিং ও হোগলা হাসিমপুরের চরে অতিথি পাখিদের সংখ্যা কিছুটা বেশিই লক্ষ্য করা যায়। শুধু মতলবের চরগুলোতে নয়, উপজেলার মেঘনা, ধনাগোদা ও গোমতী নদীবেষ্টিত এই উপজেলার নদীর পাড় ও মেঘনায় জেগে উঠা চরাঞ্চলে শীতের এই অতিথি পাখিদের বিচরণ রয়েছে।