শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > চলতি বছর প্রায় ৯০ হাজার আফগান বাস্থচ্যুত: জাতিসংঘ

চলতি বছর প্রায় ৯০ হাজার আফগান বাস্থচ্যুত: জাতিসংঘ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
চলতি বছর প্রায় ৯০ হাজার আফগান বাস্থচ্যুত: জাতিসংঘইয়াছিন আহমেদ: আফগানিস্তানে চলমান সংঘাতের কারণে ২০১৭ সালের শুরু থেকেই ৮৮হাজার ৪৮১ জন মানুষ বাস্থচ্যুত হয়। জাতিসংঘের এক প্রতিবেদনে এতথ্য জানান হয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, দেশটির ৩৪ টি প্রদেশের মধ্যে ২৯ টি প্রদেশেই ওই সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। উল্লেখ্য, বেশ কয়েকটি প্রদেশে সংঘর্ষ চলার কারণে বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা পরি¯ি’তির আরও অবনতি হয়েছে।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ এবং বাদাখশান প্রদেশে প্রচ- যুদ্ধ চলছে। তালেবানরা তাদের বসন্তকালীন অভিযানের ঘোষণার পর এক সপ্তাহের মধ্যে দুই জেলা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে যে, জানুয়ারি থেকে ৩৪ হাজার ৮৮১ জন ব্যক্তি ওই অঞ্চলে বাস্থচ্যুত হয়, যা দেশের বাস্তুচ্যুত হওয়া মোট জনসংখ্যার ৪০ শতাংশের সামান্য কম।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, গতকাল মঙ্গলবার ক্বালা-ই-জাল জেলায় শুধু কুন্দুজ-খানাবাদ মহাসড়কের পাশের যুদ্ধেই ৩০ হাজারেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র: আল-জাজিরা