শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > চলে গেলেন বাংলার নবাব

চলে গেলেন বাংলার নবাব

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজ-উদ-দৌলা খ্যাত এক সময়ের জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন।

তিনি বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।

জনপ্রিয় এ অভিনেতার চিকিৎসার দায়িত্বে থাকা ডা. মীর্জা নাজিমউদ্দিন জানান, আনোয়ার হোসেন বৃহস্পতিবার রাত ২টার দিকে মারা যান। তিনি নিউমোনিয়া, পারকিনসনসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

উল্লেখ্য, তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবারই তার পরিবারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।

এর আগে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া তাকে এক লাখ টাকা সহায়তা দেন।

আনোয়ার হোসেনের চার ছেলে ও এক মেয়ে। চার ছেলের মধ্যে বড় ছেলে থাকেন সুইডেনে। অন্য তিন ছেলে থাকেন যুক্তরাষ্ট্রে।

অসুস্থ হওয়ার আগ পর্যন্ত ‘নবাব সিরাজদ্দৌলা’, ‘লাঠিয়াল’, ‘জীবন থেকে নেয়া’, ‘ভাত দে’সহ তিনি পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন। ‘নবাব সিরাজদ্দৌলা’ ছবিতে অভিনয় করে তিনি বাংলার মুকুটহীন সম্রাটে পরিণত হন।

বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ১৯৮৫ সালে সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। অভিনয়ের স্বীকৃতি হিসেবে বাচসাস, পাকিস্তানের নিগারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এ গুণী অভিনয়শিল্পী। প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ‘লাঠিয়াল’ ছবিতে অভিনয়ের জন্য। পরে আরও দু’বার তিনি এ সম্মানে ভূষিত হন।

এ ছাড়া ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান আসর থেকে আজীবন সম্মাননা পেয়েছেন গুণী এ শিল্পী।