শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > চাঁদের দেশে চীনা রোবট

চাঁদের দেশে চীনা রোবট

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ চাঁদে সফলভাবে রোবট পাঠিয়েছে চীন। আর এটিকে ৩৭ বছরের ইতিহাসে প্রথম কোন রোবটের অবতরণ বলে দাবি করেছে দেশটি। শনিবার এ রোবটটি চাঁদে অবতরণ করে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা। খবর বিবিসি।

অবতরনের কয়েক ঘন্টার মধ্যেই রোবট যানের ভিতর থেকে ইয়ুতু নামের একটি রোবট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে এবং এটি চাঁদ থেকে বার্তা পাঠাবে। এ রোবটকে নাম দেয়া হয়েছে ‘জেইড খরগোশ’। ১২০ কেজি ওজনের এ রোবটটি ৩০ ডিগ্রি উচ্চতার পৃষ্ঠে আরোহন করতে সক্ষম। এছাড়া এটি ঘন্টায় ২০০ মিটার দূরত্ব অতিক্রম করবে।

গত ১ ডিসেম্বর চীনের দক্ষিণ জিংজিয়াং থেকে চেইঞ্জ-৩ নামের একটি রকেট সফলভাবে মহাকাশে যাত্রা শুরু করে। এব্যাপারে চীন বলছে, আমরা এমন একটি কাজে হাত দিয়েছি, এর আগে এ কাজটি কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়া করেছে।