শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > চিন্তা বাড়লো প্রোটিয়াদের

চিন্তা বাড়লো প্রোটিয়াদের

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ মড়ার উপর খাঁড়ার ঘা আর কাকে বলে? কাঁধের পেশিতে টান পড়ায় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি হাশিম আমলা। ইনজুরি কাটিয়ে উঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ফিরেছিলেন দণি আফ্রিকার এই ব্যাটসম্যান। কিন্তু ফিল্ডিং করতে গিয়ে মারাত্মকভাবে বাঁপায়ের মাংশপেশিতে টান পড়ায় ব্যাট করতে পারেননি আমলা। এখন আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচেও মাঠে নামতে পারবেন না তিনি।
মঙ্গলবার শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ৪৩তম ওভারে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান পান আমলা। দীনেশ চণ্ডিমলের একটি বল ফাইন লেগ অঞ্চল থেকে কুড়াতে গিয়ে বেকায়দায় পড়ে যান তিনি। প্রবল চোটের কারণে নিজে নিজে উঠে দাঁড়াতে ব্যর্থ হন তিনি। মেডিকেল স্টাফের সদস্যরা এসে তাকে মাঠ থেকে কাঁধে ভর করে বের করে সরাসরি হাসপাতালে নিয়ে যান।
আমলার চোটের বিষয়ে টিম কর্তৃপ জানিয়েছে, এ ধরনের চোট সারতে তিন থেকে সাত দিন সময় লাগতে পারে। যথাযথভাবে তার পুনর্বাসন প্রক্রিয়ায় হলে চতুর্থ ওয়ানডেতে মাঠে নামতে পারবেন আমলা।
আমালার ইনজুরিতে চোখে শর্ষে ফুল দেখতে শুরু করেছেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এমনিতইে পাঁচ ম্যাচের ওয়ানডের প্রথম দু’টিতেই তারা ইতিমধ্যে হেরে বসেছেন। চোটের জন্য এরই মধ্যে মাঠের বাইরে রয়েছেন নিয়মিত অধিনায়ক গ্রায়েম স্মিথ ও পেসার ডেল স্টেইন। এমন তারকাদের অনুপস্থিতি দণি আফ্রিকার অধিনায়ক ও কোচকে ভাবাচ্ছে বেশ।