শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > চীনের সঙ্গে ট্রেনের টেন্ডার বাতিল করল ভারত

চীনের সঙ্গে ট্রেনের টেন্ডার বাতিল করল ভারত

শেয়ার করুন

অনলাইন ডেস্ক ॥
থামছেই না চীন ভারতের দ্বন্দ্ব। নতুন করে একে অপরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কারণে উত্তেজনা বাড়ছেই। এরই মধ্যে চীনা সংস্থাকে দেওয়া রেলের ট্রেন তৈরির টেন্ডার বাতিল করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

লাদাখে ভারত-চীন সংঘাত শুরু হওয়ার পর থেকেই চীনের সঙ্গে অর্থনৈতিক দ্বন্দ্বেও জড়িয়ে পড়তে শুরু করেছে ভারত। এবার বন্দে ভারত ট্রেনের জন্য দেওয়া টেন্ডার বাতিল করে দেওয়া হলো।

গতকাল শুক্রবার রাতেই ভারতের রেল মন্ত্রণালয় চীনকে দেওয়া টেন্ডার বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে। ওই সংস্থাকে ৪৪টি সেমি হাই স্পিড ট্রেন তৈরির টেন্ডার দেওয়া হয়েছিল। নতুন করে ওই টেন্ডার অন্য কোন সংস্থাকে দেওয়া হবে। এক্ষেত্রে ভারতীয় কোনো সংস্থার প্রতিই জোর দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

রেল মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় জানানো হয়েছে, বন্দে ভারতের জন্য ৪৪টি ট্রেন তৈরি করতে চীনকে যে টেন্ডার দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যেই নতুন টেন্ডার দেওয়া হবে।

চীনের ইয়োনজি ইলেক্ট্রনিক কোম্পানি লিমিটেড এবং গুরগাঁওয়ের পাইওনিয়ার ফিল-মেপ প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে ট্রেনগুলো বানানোর কথা ছিল। গত ১০ জুলাই টেন্ডার ডাকা হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, দেশের কোনো সংস্থাকেই এবার নতুন করে টেন্ডার দেওয়া হবে।