শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > চেলসি মেনিং’কে ফেলো করায় হার্ভার্ড থেকে সাবেক সিআইএ পরিচালকের পদত্যগ

চেলসি মেনিং’কে ফেলো করায় হার্ভার্ড থেকে সাবেক সিআইএ পরিচালকের পদত্যগ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
চেলসি ম্যানিং’কে ভিজিটিং ফেলো হিসেবে নিয়োগ দেওয়ায় হার্ভার্ড কেনেডি স্কুলের সিনিয়র ফেলো, মাইকেল মোরেল পদত্যাগ করেছেন। সিআইএ’র সাবেক উপপরিচালক মাইকেল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেন।

সংবাদ সংস্থা সিবিএন প্রকাশিত প্রথম চিঠিতে মোরেল, ম্যানিং এর অপরাধমূলক কায়দায় গোপন তথ্য ফাঁস করার বিষয়টিকে বৈধতা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেন।

হার্ভার্ড স্কুল অব গভর্নমেন্ট এর ডিনকে প্রেরিত চিঠিতে তিনি লেখেন, ‘মিস ম্যানিং’কে কেনেডি স্কুল এর ইনস্টিটিউট অব পলিটিক্স ভিজিটিং ফেলো হিসেবে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছে। এটা সত্যিই দুঃখজনক- আমি এমন একটি প্রতিষ্ঠানের (কেনেডি স্কুল) অংশ হতে পারছি না, যেখানে গোপন তথ্য ফাঁস করা দোষী সাব্যস্ত একজনকে সম্মান দেওয়া হচ্ছে।’

চেলসি ম্যানিং ২০১৩ সালে স্টেট ডিপার্টমেন্ট ও প্রতিরক্ষা বিভাগের গোপন নথি প্রকাশের জন্য দোষী সাব্যস্ত হন। ২০১০ সাল থেকে কারাভোগ করা ম্যানিং’কে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সাত বছরের কারাদন্ড দেন। দ্য হিল