মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ছয় ইঞ্চি পর্দার নতুন আইফোন

ছয় ইঞ্চি পর্দার নতুন আইফোন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ছয় ইঞ্চি পর্দার নতুন আইফোন বাজারে আসছে বলে জানা গেছে। অ্যাপলের তৈরি বাজারে আসা সর্বশেষ আইফোনের চেয়ে দুই ইঞ্চি বড় হবে, যা অনেকটা ফ্যাবলেটের মতো হবে।

ধারণা করা হচ্ছে, খুব শিগগির নতুন এ যন্ত্রটি বাজারে ছাড়া হবে। বড় পর্দার আইফোনের ব্যাপারে অ্যাপল চিন্তাভাবনা করছে, এমন খবর অনেক আগেই শোনা গিয়েছিল। এবার ছয় ইঞ্চি পর্দার নতুন আইফোনের মাধ্যমে সে চিন্তাটিই বাস্তবায়িত হচ্ছে বলেও মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

আইপ্যাড ও আই-পডের বাইরে নানা সাইজের আইফোনের ব্যাপারে আগ্রহী অ্যাপল। গ্রাহকদের ব্যবহারের সুবিধার কথা চিন্তা করে নতুন মডেলের আইফোন বড় পর্দায় আনার ক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ হবে বলেও আশাবাদী প্রতিষ্ঠানটি।

বাজার বিশেষজ্ঞদের মতে, মূলত স্মার্টফোনের বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বী স্যামসাংকে পেছনে ফেলতে নানা উদ্যোগ নিচ্ছে অ্যাপল। ইতিমধ্যে বাজারে স্যামসাং বিভিন্ন সাইজের স্মার্টফোন আর ট্যাবলেট নিয়ে এসেছে। এর সঙ্গে তাল মিলিয়ে তাই অ্যাপলও ভাবছে বিভিন্ন সাইজের যন্ত্র বাজারে আনার। এ ক্ষেত্রে এগিয়ে আছে আইফোন।

চলতি মাসেই নতুন আইফোনের দেখা মিলতে পারে। যাতে যুক্ত হবে আগের চেয়ে দ্রুতগতির প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত ক্যামেরা সুবিধা। বাড়তি নিরাপত্তা হিসেবে যুক্ত হতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্রযুক্তি। তবে বরাবরের মতো এবারও নতুন আইফোনের ব্যাপারে মুখ খোলেনি অ্যাপল। দ্য টেলিগ্রাফ