শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > রাজনীতি > ছাত্রদলের ৬ কেন্দ্রীয় নেতাকে শোকজ

ছাত্রদলের ৬ কেন্দ্রীয় নেতাকে শোকজ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ পদ বঞ্চিতদের মূল্যায়ন করার দাবি ও নির্বাহী কমিটির সভা থেকে ওয়াক আউট করায় ছাত্রদলের ৬ কেন্দ্রীয় নেতাকে শোকজ করেছে দলটি।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা হলেন- ছাত্রদলের সমাজ সেবা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, স্কুল বিষয়ক সম্পাদক করিম সরকার, সহ-সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, সহ-প্রশিণ বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিয়া।
দল থেকে নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক করিম সরকার।
ছাত্রদলের দপ্তর থেকে টেলিফোন করে এসব নেতাদের কারণ দর্শানোর নোটিশের বিষয়ে অবহিত করা হয়। সোমবার সবাইকে দপ্তর থেকে নোটিশের কাগজ সংগ্রহের কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, হোটেল ভিক্টোরিয়ার ছাত্রদলের প্রথম নির্বাহী সভায় আলোচনা কালে নোটিশ পাওয়া এসব নেতারা ছাত্রদলের পদবঞ্চিত ও অবমূল্যায়িত নেতাদের দলে মূল্যায়ন করার দাবি জানান।
সারাদেশে তত্ত্বাবধায়ক সরকার ও বিএনপির পে জনমত গঠনের উদ্দেশ্যে ২০টি কমিটি গঠন করেছে ছাত্রদল। এসব কমিটির মূল আহ্বায়ক কমিটিতে পদ বঞ্চিতদের পদ দেওয়ার দাবি জানান তারা। এসব দাবি দাওয়া নিয়ে বৈঠক থেকে ওয়াক আউট করেন এই ছয় নেতা। যার ফলশ্রুতিতে রোববার তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।