বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > জনজোয়ারে সরকারের সব ষড়যন্ত্র ভেসে গেছে: মোশাররফ

জনজোয়ারে সরকারের সব ষড়যন্ত্র ভেসে গেছে: মোশাররফ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে জনমতকে সরকার ছিনতাই করতে চেয়েছিল, কিন্তু জনজোয়ারে সব ষড়যন্ত্র ভেস্তে গেছে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে দিগন্ত টিভি পরিবার আয়োজিত দিগন্ত টিভি সম্প্রচার সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি ও সংহতি সমাবেশে তিনি এ কথা বলেন।
দিগন্ত টিভির নির্বাহী পরিচালক মাহবুব আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহিদ প্রমুখ।
খন্দকার মোশাররফ বলেন, গাজীপুর সিটি নির্বাচনে জেতার জন্য সরকার মরিয়া হয়ে প্রশাসনের সকল যন্ত্র ব্যবহার করেছিল, জাতীয় রাজস্ব বোর্ডকে দিয়ে ষড়যন্ত্র করেছিল। কিন্তু গণজোয়ারে তাদের কোনো ষড়যন্ত্র কাজে আসেনি। সরকারের দুর্নীতি আর অপশাসনকে জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি বলেন, নাস্তিকদের পক্ষ নেয়া এবং আলেম হত্যার প্রতিবাদ হিসেবে ব্যালটের মাধ্যমে জনগণ জবাব দিয়েছে। গাজীপুরের নির্বাচনে জনতার বিজয় হয়েছে বলে ও মন্তব্য করেন তিনি।