বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > জনসমুদ্রে পরিণত হচ্ছে আরাফাতের ময়দান

জনসমুদ্রে পরিণত হচ্ছে আরাফাতের ময়দান

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥

এ এক অভূতপূর্ব দৃশ্য। যেদিকে দুই চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সবার গায়ে সাদা কাফনের দুই টুকরো কাপড়। আর মুখে তালবিয়া লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনি উচ্চারিত হচ্ছে। আজ (সোমবার) পবিত্র হজ। আল্লাহর কাছে হাজিরা দিতে বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি আরাফার ময়দানে হাজির হচ্ছেন।

মিনা ময়দানের তাবু থেকে মুসল্লিদের রোববার রাত থেকে স্ব স্ব মোয়াল্লেম ও গাইডদের আরাফাতে নিয়ে আসতে শুরু করেন।

লাখ লাখ মুসুল্লি পরিবহনে সৌদি সরকারের ট্রাফিক বিভাগকে সারারাত জেগে থেকে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিপুল সংখ্যক মুসল্লিকে পৃথক লেনে পায়ে হেঁটেও আরাফাতের ময়দানে পৌঁছান। হজ পালনেচ্ছু হাজার হাজার মুসলিম নর-নারীকে রাস্তায় ঘুমিয়ে সকালে আরাফাতের ময়দানে হাজির হন। মুসুল্লিদের সেবায় বহু স্বেচ্ছাসেবী তাদের মাঝে পানি, খেজুর, বিস্কুট, রুটি ও ফলমূল বিতরণ করছে।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের তাবু সরেজমিনে ঘুরে দেখা গেছে প্রতিটিতে মুসুল্লিরা কোরআন শরিফ পাঠ ও জিকিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এদিকে হারিয়ে যাওয়া মুসল্লিদের সৌদি সরকার হজ করাবে বলে জানা গেছে।