শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > জন কেরির চিঠির জবাব দিয়েছেন খালেদা

জন কেরির চিঠির জবাব দিয়েছেন খালেদা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপের তাগিদ দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির পাঠানো চিঠির জবাব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। গত বুধবার তিনি এ জবাব পাঠান। গতকাল দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ও উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতাকে চিঠি দিয়েছিলেন গতকাল তার জবাব পাঠানো হয়েছে। বিরোধীদলীয় নেতা নিজে পররাষ্ট্রমন্ত্রীকে এই চিঠি লিখেছেন।
উল্লেখ্য, গত ৭ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে চিঠি দিয়েছিলেন। এর আগে জাতিসংঘের মহসচিব বান কি মুন দুই নেত্রীর সঙ্গে টেলিফোনে কথা সংলাপের তাগিদ দেন। এদিকে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। অন্যদিকে বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে সরকার।