শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > জাতীয় পার্টি ছাড়া দেশে নির্বাচন হবে না: এরশাদ

জাতীয় পার্টি ছাড়া দেশে নির্বাচন হবে না: এরশাদ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছে, জাতীয় পার্টি ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর-১৪ নাম্বারে কচুক্ষেত বাজার রজনীগন্ধা মার্কেটের সামনে ঢাকা-১৭ জাতীয় পার্টি আয়োজিত প্রথম নির্বাচনী গণসংযোগ ও পথ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিদিন খবরের কাগজ খুললেই শুধু মানুষ হত্যার নিউজ দেখতে পাই, ধর্ষণ, রাস্তার পাশে লাশ পরে থাকতে দেখি। এ থেকে দেশবাসীকে মুক্তি দিতে চাই। এই দুর্ভোগ থেকে দেশবাসীকে মুক্তি দেয়ার জন্য আবার আমি মাঠে নেমেছি। আমার ওপর অনেক অত্যাচার হয়েছে কিন্তু আমি হারিয়ে যাইনি আমার দলও হারিয়ে যায়নি। আপনারা আমাকে আর একবার সুযোগ দিন। আমাকে ছাড়া, জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না।

এসময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেন, ২৭ বছর ধরে ২ দলের আঘাতে আমরা জর্জরিত । তারপরও আমরা মানুষের হৃদয় আছি। জাতীয় পার্টির আমলে যে উন্নয়ন হয়েছে তার আর কোনো সরকারের আমলে হয়নি।