শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > খেলা > জাতীয় লিগে বিজয়ের প্রথম ডাবল সেঞ্চুরি

জাতীয় লিগে বিজয়ের প্রথম ডাবল সেঞ্চুরি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

২০১২ সালে ফতুল্লায় ঢাকা মেট্রোর বিপক্ষে ১৯৩ রানের ইনিংস খেলে ৭ রানের আক্ষেপ নিয়ে ফিরেছিলেন সাজঘরে। তবে এবার আর তিক্ত স্বাদ পেলেন না। নতুন ঘরোয়া মৌসুমের প্রথম ম্যাচেই নিজের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিলেন বিজয়। ১৭২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে আউট হন ২১৬ রানে।

আগের দিনের ১৭২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেন বিজয়। ৩৩০ বলে ১৭ চার আর দুই ছক্কায় ডাবল সেঞ্চুরির ম্যাজিক ফিগারে পৌঁছান বিজয়। ডাবল সেঞ্চুরি করে অবশ্য বেশিক্ষণ এই তারকা। ৩৫৬ বলে ২১৬ রান করে আউট হয়েছেন তিনি।

উল্লেখ্য, এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১২টি সেঞ্চুরি ছিল বাংলাদেশ দলের হয়ে চারটি টেস্ট খেলা বিজয়ের।