শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > জাতীয় সংসদের হুইপের বারি পরিদর্শন

জাতীয় সংসদের হুইপের বারি পরিদর্শন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি রবিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।

তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এ এসে পৌঁছালে তাকে স্বাগত জানান বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) মো. হাবিবুর রহমান শেখ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. এস. এম. শরিফুজ্জামান, ফুল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কবিতা আনজু-মান-আরা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফারজানা নাসরীন খানসহ বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।

পরে মাননীয় হুইপ মাহবুব আরা বেগম গিনি, এমপি বারি’র ফুল বিভাগের গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।