শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > জাতীয় সংসদ নির্বাচন গাজীপুরের ৫টি আসনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বাতিল ১০

জাতীয় সংসদ নির্বাচন গাজীপুরের ৫টি আসনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বাতিল ১০

শেয়ার করুন

এম. আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে গাজীপুরের ৫টি আসনে ৩৯জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং বিভিন্ন অভিযোগে ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার।
রবিবার সকাল থেকে রিটার্নিং অফিসার ও গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ভাওয়াল সম্মেলন কক্ষে উপস্থিত প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সামনে মনোনয়নপত্র বাছাই কাজ শুরু করেন। গাজীপুরের ৫টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৪৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইকালে বিভিন্ন অভিযোগে মোট ১০জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
গাজীপুরে ৩৯জন বৈধ প্রার্থী
গাজীপুরের ৫টি আসনের ৩৯ জন বৈধ প্রার্থীরা হলেন- গাজীপুর-১ আসনে আওয়ামীলীগের আ.ক.ম মোজাম্মেল হক, বিএনপির তানবীর আহমেদ সিদ্দিকী ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, ইসলামিক আন্দোলন বাংলাদেশের আবুল বাশার, ওয়াকার্স পার্টির মোঃ আঃ মজিদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আরিফুল ইসলাম, গণফ্রন্টের আতিক মাহমুদ, তরিকত ফেডারেশনের মোঃ হাসান উদ্দিন, বাসদের মোঃ রাহাত আহম্মেদ, জাতীয় পার্টির মোঃ শরিফুল ইসলাম ও গণফোরামের মোঃ রফিকুল ইসলাম।
গাজীপুর- ২ আসনে আওয়ামীলীগের মোঃ জাহিদ আহসান রাসেল, বিএনপির এম মঞ্জুরুল করিম রনি ও মোঃ সালাহ উদ্দিন সরকার, ইসলামিক আন্দোলন বাংলাদেশের হারুন অর রশিদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোঃ জিয়াউল কবীর, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মোঃ আবদুল কাইয়ুম ও বাংলাদেশ মুসলিম লীগের সৈয়দ মোহাম্মদ আব্দুল হান্নান নূর।
গাজীপুর-৩ আসনে আওয়ামীলীগের মোঃ ইকবাল হোসেন, বিএনপির এসএম রফিকুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী, ইসলামিক আন্দোলন বাংলাদেশের রহমত উল্লাহ, জাকের পার্টির নাসির উদ্দিন, তরিকত ফেডারেশনের রফিকুল ইসলাম, জাতীয় পার্টির আফতাব উদ্দিন আহমেদ ও বাসদের এসএম মফিজ উদ্দিন আহম্মদ।
গাজীপুর-৪ আসনে আওয়ামীলীগের সিমিন হোসেন রিমি, বিএনপির শাহ রিয়াজুল হান্নান, ইসলামিক আন্দোলন বাংলাদেশের নূরুল ইসলাম সরকার, জাকের পার্টির জুয়েল কবির, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ সারোয়ার-ই-কায়নাত, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মানবেন্দ্র দেব ও জাতীয় সমাজতান্ত্রিক দলের মোঃ নাজিম উদ্দিন শেখ।
গাজীপুর-৫ আসনে আওয়ামীলীগের মেহের আফরোজ, বিএনপির একেএম ফজলুল হক মিলন, জাতীয় পার্টির রাহেলা পারভীন শিশির, ইসলামিক আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, জাকের পার্টির মোঃ আমিনুল ইসলাম মাহমুদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ আল আমিন দেওয়ান।
যাদের মানোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন গাজীপুর- ১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ কামাল উদ্দীন সিকদার, বাংলাদেশ মুসলিম লীগের মোঃ হুমায়ূন কবির ও কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ আলী হোসেন মন্ডল। গাজীপুর-২ আসনে জাতীয় পার্টির মোঃ জয়নাল আবেদীন ও মোঃ মাহবুব আলম। গাজীপুর- ৩ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ আঃ রহমান ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর মোঃ জহিরুল হক মন্ডল (বাচ্চু)। গাজীপুর- ৪ আসনে জাতীয় পার্টির মোঃ মোশারফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন। গাজীপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু আশরাফ ভূঞা। বাতিলকৃত প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা ১% স্বাক্ষর সম্বলিত তালিকা জমা না দেয়া, দলীয় প্রার্থীদের হলফনামায় স্বাক্ষর না দেয়া, দলীয় মনোনয়নপত্রে সিল না থাকা, মামলা সংক্রান্ত ও ব্যক্তিগত তথ্য গোপন করা এবং বিদ্যুৎ বিল খেলাপীর অভিযোগ রয়েছে। রিটার্নিং অফিসার জানান, যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আগামি তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।