শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > জামায়াত সন্দেহে ২৩ তাবলীগ গ্রেফতার

জামায়াত সন্দেহে ২৩ তাবলীগ গ্রেফতার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ তাবলীগ জামায়াতের সদস্যদেরকে জামায়াত সন্দেহে গ্রেফতার করলো সোনারগাঁও থানা পুলিশ। গ্রেফতারের সময় তারা একটি মসজিদে তালিমি বৈঠক করছিলো বলে জানা গেছে।বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় একটি মসজিদ থেকে মঙ্গলবার সকালে হরতাল চলাকালে ২৩জনকে আটক করে তাদের বিরুদ্ধে গোপন বৈঠক ও জামায়াত-শিবির সন্দেহের অভিযোগ এনেছে পুলিশ। আর আটককৃতরা দাবী করেছেন, তারা তাবলীগ করতে এখানে এসেছিলেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, কাঁচপুর এলাকায় সেনপাড়া জামে মসজিদ থেকে
সকাল ১১টায় হরতাল চলাকালে ২৩জনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতদের মধ্যে কয়েকজন জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের লোকজন।
তবে কয়েকজন নিজেদের স্থানীয় এলাকার ও আওয়ামী লীগের লোকজন বলেও দাবী করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, হরতাল চলাকালে নাশকতার বিষয়ে আলোচনার সময়ে ২৩জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে দ্বীন ইসলাম জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সক্রিয় সদস্য। সে বিভিন্ন স্থানে পোস্টার সাটানো সহ জামায়াতের প্রচারণা চলাতো। আটককৃত অন্যরা হলো আবু বকর সিদ্দিক, হাফেজ নজির আহমেদ, আতাউর রহমান, কামরুল ইসলাম, মাহাবুব, নবীর, নাজমুল, সাইদুল, মনির, ইমরান প্রমুখ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।
এদিকে আটককৃতদের কয়েকজন থানায় উপস্থিত সাংবাদিকদের কাছে দাবী করেছে, তারা
তাবলীগ জামায়াতের সদস্য। সকালে প্রকাশ্যে তারা মসজিদের ভেতরে বয়ানের সময়ে পুলিশ
অহেতুক হানা দিয়ে হয়রানির জন্য থানায় নিয়ে আসে। আটককৃতরা প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘এভাবে মসজিদের ভেতরে নাশকতার মিটিং সম্ভব না। নাশকতার মিটিং হয় গোপনে।’