শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ‘জামায়াত-বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসতে যাবে না’

‘জামায়াত-বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসতে যাবে না’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপিকে আর কোনোভাবেই রাষ্ট্র ক্ষমতায় আসতে দেয়া যাবে না। আগামী নির্বাচনে যে কোনোভাবেই আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেশন সেন্টারে আয়োজিত ঢাকা-১০ আসনের সকল মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘২১টা বছর আমরা শুধু পিছিয়ে যাই নাই। দেশটা যেন ধ্বংস হয়ে যাচ্ছিল। শেখ হাসিনা আবারও ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিয়েছেন। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। আগামী নির্বাচনে যে কোনো উপায়ে আমাদের জিততে হবে। সেজন্য কোনো ভুল করা যাবে না। সবাইকে সাবধান থাকতে হবে। কোনোভাবেই স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতকে দেশের ক্ষমতায় আসতে দেয়া হবে না।’

তিনি বলেন, ‘আজকে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ হয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর মুক্তিযুদ্ধের চেতনাকে দাবিয়ে রাখার চেষ্টা চলেছে। কিন্তু শেখ হাসিনা এসে সব পরিবর্তন করেছেন। সব কিছু ভুলে আমাদের এগিয়ে যেতে হবে। শেখ হাসিনা বলেছেন, দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। বঙ্গবন্ধুকে যেভাবে বিদায় করে দেয়া হয়েছে তেমনি চেষ্টা চলছে। জঙ্গিবাদ দমে আওয়ামী লীগের যে সফলতা তা অনেকে ভালভাবে দেখছে না। আমাদের আত্মতুষ্টির কিছু নাই। আমাদের সাবধান থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াতকে বলতে চাই, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। শেখ হাসিনা মাথা নত করতে জানে না। সাবধান। ষড়যন্ত্র ছাড়ুন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।