বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > ‘জেনে রাখো- এটা চ্যাম্পিয়নদের মাঠ’

‘জেনে রাখো- এটা চ্যাম্পিয়নদের মাঠ’

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
প্রবল উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোয় হেরে গেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যু থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। স্প্যানিশ লা-লিগার ওই ম্যাচের শেষ মিনিটে লিওনেল মেসির গোলে জয় তুলে নেয় কাতালানের ক্লাবটি। ম্যাচ চলাকালে ও ম্যাচের পরে দুই দলের খেলোয়াড়দের মধ্যকার উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস লালকার্ড দেখার পর তারসঙ্গে একচোট কথা কাটাকাটি হয় বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকের। আর ম্যাচের শেষ বাঁশি বাজার পর লুইস সুয়ারেজের প্রতি আগুনঝরা মন্তব্য ছুড়ে দেন রিয়ালের ফুলব্যাক দানি কারভাহাল। বার্সেলোনার খেলোয়াড়রা তখন বার্নাব্যুতে উল্লাসে মত্ত। পাশ দিয়ে যাচ্ছিলেন দানি কারভাহাল। এ সময় বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেজ তাকে লক্ষ্য করে কিছু একটা বলেন। তার কথা শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন কারভাহাল। চিৎকার করে সুয়ারেজকে লক্ষ্য করে তিনি বলেন, ‘জেনে রাখো- এটা চ্যাম্পিয়নদের মাঠ। তোমরা শুধু কোপা দেল রে’র চিন্তা করো।’ কারভাহালের চিৎকার করে বলা এ কথা গ্যালারি থেকেও শোনা যায়। চলতি মৌসুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। তবে সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। আর দুই দলের মধ্যে লা-লিগার শিরোপার লড়াই জমে উঠেছে। দুই দলের পয়েন্ট সমান ৭৫। যদিও বার্সেলোনা এক ম্যাচ বেশি খেলেছে। মৌসুমে রিয়ালের সামনে ৬ আর বার্সেলোনার সামনে ৫ ম্যাচ বাকি। অন্যদিকে কোপা দেল রে’র ফাইনালে উঠেছে বার্সেলোনা। ২৭ মে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আলাভেজ। এতে বার্সেলোনাকে এবার শুধু কোপা দেলরে’র শিরোপা জিতেই সন্তুষ্ট থাকার কথা বলেন কারভাহাল।